গৌরনদী
জীবন মৃত্যুর সন্ধিক্ষনে শ্রদ্ধেয় শামছুল আলম স্যার ॥ স্যারের জন্য সকলের দোয়া চাই
জহুরুল ইসলাম জহির ঃ
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা গ্রামের ফ,ম শামছুল আলম। ১৯৬৯ সনে শিক্ষা জীবন শেষ করে দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী বৃহৎ বিদ্যাপিঠ গৌরনদী কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে অধ্যাপনায় যোগদান করেন। যোগদানের পরে অল্প সময়ের মধ্যে আলম স্যারের আদর্শ ও ব্যক্তিত্ব সহকর্মি ও ছাত্র ছাত্রীদের মাঝে সকলের প্রিয় আলম স্যার হিসেবে স্থান করে নেন। ১৯৭৮ সনে গৌরনদী কলেজে কর্মরত স্যারদের স্ত্রীরা শিশুদের জন্য স্কুল চালু করেন। ওই সময় সকালে কলেজের কক্ষে শিশুদের পাঠদান করা হত। তখন আমি ওই স্কুলে ৫ম শ্রেনীর একজন ছাত্র ছিলাম । আলম স্যারের স্ত্রী আইনুন নাহার আমার প্রাইমারি শিক্ষক ছিলেন। এস,এস,সি পাশের পরে গৌরনদী কলেজে ভর্তি হই। মানবিক বিভাগে থাকার কারনে স্যারে সঙ্গে ঘনিষ্ঠতা বেশী ছিল। ফ, ম শামছুল অলম স্যার আমার আদর্শ। ফ, ম শামছুল আলম স্যার ও তার স্ত্রী আইনুন নাহার আমাকে খুবই ¯েœহ করতেন।
গৌরনদী কলেজ সরকারি হওয়ার পরে বদলিজনিত কারনে আলম স্যার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেন। সর্বশেষ বরিশাল বি,এম, কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ১৯৯৯ সনে অবসর গ্রহন করেন। অবসর গ্রহনের পরে গ্রামে ফিরে এসে ধানডোবা গ্রামকে আলোকিত ধানডোবা গড়ার স্বপ্ন নিয়ে সামাজিক কর্মকা-ে নিজেকে নিয়োজিত করেন। তিনি ধানডোবা মাধ্যমিব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করেন। এলাকাবাসী স্যারকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করেন। ধানডোবা গ্রামটি মাদকমুক্ত ও নিরক্ষরমুক্ত করতে নিরলস কাজ করেন। স্যারের কাছে আমি চির-কৃতজ্ঞ কবি শিকদার রেজাউল করিমের সম্পাদনায় প্রকাশিত স্মারক গ্রন্থ নির্ভীক কলম সৈনিক বইটিতে স্যার আমাকে নিয়ে একটি লেখা লিখেছেন। যার শিরোনাম হল, “কৃতিমান ছাত্রের কৃতিত্বে আমি গর্বিত” লেখাটিতে স্যার আমার ছাত্র রাজনীতি, সাংবাদিকতা ও সমাজ সেবার ৩৫ বছরের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
আমার পরম শ্রদ্ধেয় সেই ফ, ম, শামছুল আলম স্যার হঠাৎ অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নেন। চিকিৎসা শেষে ঢাকার চিকিৎসকরা স্যারকে বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেন শ্রেদ্ধেয় ফ, ম, শামছুল আলম স্যার অসুস্থ্য হয়ে আজ শয্যাসায়ী। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন। স্যারের দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে দেশ বিদেশে স্যারের হাজার হাজার ছাত্র, ছাত্রী, ভক্ত ও অনুসারী রয়েছেন। সকলের কাছে স্যারের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে সুস্থ্যতা দান করেন।