গৌরনদী
মেজর এম এ জলিলকে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবিতে উজিরপুরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ ৭১‘র মুক্তিযুদ্ধের ৯নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে বীরউত্তম খেতাবে ভূষিত করাসহ বিভিন্ন দাবিতে বরিশালের উজিরপুরে রোববার সকাল ১১ টায় মানববন্ধন –সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটি উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে উজিরপুর- সাতলা সড়কের উজিরপুর উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও সমাবেশে উজিরপুর উপজেলা মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেজর এম এ জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির উজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব ও সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক বাচ্চু ফকির,বরিশাল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সভাপতি মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম জাকারিয়া, অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়নাল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ছরোয়ার গাজী, বীর মুক্তিযোদ্ধা মোতালেব,বাসদ নেতা আবুল কালাম মাষ্টার, মনজুরুল আলম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিয়াজ উদ্দিন। মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিরা যোগদান করেন। বক্তারা ৯নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলকে বীরউত্তম খেতাবে ভূষিত,বরিশাল বিমান বন্দর মেজর এম এ জলিলের নামে ও উজিরপুর-সাতলা সড়ক মেজর এম এ জলিলের নামে করার আহবান জানান। বক্তব্য শেষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কাছে স্বামরকরিপি প্রদান করা হয়।