Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে প্রানীসম্পদ অধিদপ্তরের সামনে অবৈধ পশু হাট

    | ০০:৫০, সেপ্টেম্বর ০৫ ২০১৬ মিনিট

    gournadi photo wa g 01
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য বরিশালের উজিরপুর পৌর এলাকায় উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তর ও পশু হাসপাতাল চত্বর দখল করে উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. ইকবাল বালীর নেতৃত্বে অবৈধ পশুর হাট চালু করেছেন ক্ষমতাসীনদলের নেতাকর্মিরা। প্রানী সম্পদ অধিদপ্তর ও স্থানীয়দের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় এ পশুর হাট চালু করা হয়েছে। গতকাল এ হাটের উদ্ধোধন করেন উজিরপুর পৌর মেয়র ও উজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন বেপারী।

    স্থানীয় লোকজন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তার চিঠি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. ইকবাল বালীকে সভাপতি করে উজিরপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতা কর্মিদের কমিটিতে অর্ন্তভূক্ত করে বরিশালের উজিরপুর উপজেলা প্রানী সম্পদ কার্যালয় ও পশু হসপাতালের চত্বরে গত এক সপ্তাহ যাবত অবৈধ পশুরহাট চালু করেছেন।

    উজিরপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. অলমগীর কবির জানান, প্রানী সম্পদ কার্যালয় ও পশু হাসপাতালের সামনে স্থানীয় প্রভাবশালী দলের কতিপয় নেতাকর্মিরা অবৈধ পশুর হাট চালু করেছেন। ফলে এখানে বসে অফিসের কাজকর্ম পরিচালনা করার পরিবশে বিনষ্ট হচ্ছে। পশুর মলমূত্রের দূর্গন্ধে বসা যাচ্ছে না ফলে সেবা প্রদান ব্যহত হচ্ছে। তিনি বলেন, ক্ষমতাসীনদলের নেতা মো. ইকবাল বালীসহ সংশ্লিস্টদের পশুরহাট সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলেও তা অমান্য করে জোর পূর্বক পশুর হাট চালু রেখেছেন।

    গত ১ সেপ্টেম্বর তিনি ৫২১ নং স্মারকে (উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা) বিষয়টি লিখিতভাবে বরিশাল জেলা প্রানী সম্পদ কর্মকর্তা একরামুল করিম চৌধুরীকে অবহিত করেন। চিঠি পাওয়ার পরে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা একরামুল করিম চৌধুরী ওই দিন তাৎক্ষনিকভাবে পশুর হাট বন্ধের অনুরোধ করে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) ঝুমুর বালাকে চিঠি দিয়ে অনুরোধ করেন। (স্বারক নং ৩৩.০১.০৬০০০০০.৭০.০০১৬)। চিঠিতে বলা হয়, যত্রযত্র কোরবানীর পশুর হাট না বসানোর সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। উপজেলা প্রানী সম্পদ ক্যম্পাসে নতুন ভবন নির্মান কাজ চলছে তাছাড়া প্রতিদিন এখানে সাধারন মানুষ সেবা নিতে আসেন। এখানে পশুরহাট বসায় দপ্তরের কার্যক্রম ব্যহত ও পরিবশে বিনষ্ট হচ্ছে। সরকারের নির্দেশনা, পরিবেশ ও জনস্বার্থ বিবেচনা করে উপজেলা প্রানী সম্পদ দপ্তর ক্যাম্পাসে কোরবানীর পশুর হাট বন্ধ করতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য বিনীত অনুরোধ করছি।

    গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রানী সম্পদ অফিসের সামনে পশুর হাট বসানো হয়েছে। পশুর মলমূত্র গোটা এলাকার পরিবেশ দূর্গন্ধ ছড়াচ্ছে। পশুর হাটটি ইচলাদী-উজিরপুর আঞ্চলিক সড়কটির একাংশ দখলে নিয়ে হাটের সাথে সংযুক্ত করেছে। যার প্রভাবে ইতিমধ্যে সড়কটিকে বেশ যানযট সৃষ্টি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে প্রানী সম্পদ বিভাগের একাধিক কর্মচারী জানান, উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দেওয়ার পরে চার দিন অতিবাহিত হলেও তিনি পশুরহাট বন্ধে কোন পদক্ষেপ গ্রহন করেন নাই। তিনি অনৈতিক সুবিধা নিয়ে অবৈধ পশুরহাটে সহায়তা করেছেন। গতকাল রবিবার উজিরপুর পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী পশুরহাটের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা ভাইসচেয়ারম্যান অপূর্ব কুমার বাইন, প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পশুর হাট কমিটির সভাপতি ইকবাল হোসেন বালী, কাউন্সিলর রিপন মোল্লা, দিলীপ সিকদার, সাবেক উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও পশুর হাট কমিটির সম্পাদক কামরুল ইসলাম ফকির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান।
    উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও অবৈধ পশুরহাট কমিটির সভাপতি মো. ইকবাল বালীর কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ নয়, নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে পশুর হাট বসানো হয়েছে। উজিরপুর নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) ঝুমুর বালার কাছে মুঠোফোনে এ প্রসঙ্গে জানতে চাইলে গতকাল রবিবার দুপুরে প্রতিনিধির পরিচয় পেয়ে ও প্রশ্ন শুনে অসৌজন্যমূলক আচরন করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী এ প্রসঙ্গে বলেন, পৌর এলাকায় কোন পশুরহাট নেই তাছাড়া বিশিষ্ট নাগরিকদের অনুরোধে হাটের উদ্ধোধন করেছি। ঈদের পরে পরিস্কার পরিচ্ছন্ন করাসহ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পৌরসভা থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

    Post Views: ১,২১৬

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • ২০২৪‘র জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে আহত গৌরনদীর ৩৩ জনকে অনুদানের চেক বিতরন
    • গৌরনদী ইউএনও অফিসে  ইউপি সদস্যদের উপর হামলা,   বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে মামলা ও প্রশাসনের জিডি
    • গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেওয়ায়  সদস্যদের উপর হামলা, আহত-৪
    • গৌরনদীর ৬ ইউপি চেয়ারম্যনকে অপসারনের দাবিতে বিএনপির বিক্ষোভ-মানবন্ধন
    • গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা ও চিকিৎসক নিহত
    • গৌরনদীর নলচিড়া ইউপি চেয়ারম্যানের  বিরুদ্ধে ১১ সদস্যর অনাস্থা
    • কারাগারে রাজকীয় জীবনযাপন আওয়ামী লীগ নেতার \ বিএনপি’র বিক্ষোভ
    Top