বরিশাল
গৌরনদীতে বাস চাপায় নিহত-২
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ট্যান্ড এলাকায় শনিবার রাত সাড়ে নয়টার বেপরোয়াগতির বাস চাপায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩৫) ও উপজেলার রাজাপুর নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়াগতির বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়ে। গুরুত্বর অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল বলেন, অবস্থার অবনতি ঘটলে শনিবার গভীর রাতে দুজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর ওই রাতেই চিকিৎসক লাভলু মাঝিকে মৃত ঘোষনা করেন। মোটরসাইকেল চালক চালক সেন্টু মৃধাকে রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সেন্টু মৃধা মারা যান। দূর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।