গৌরনদী
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল নেতা বহিস্কার
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্বান্ত মোতাবেক সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুনিদিষ্ঠ অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা শাখার অধীনস্থ আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মুহিদুলকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদরের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ মঙ্গলবার আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মুহিদুলকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মিদের সাথে তার কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের রনজিৎ কুমার রাহার পুত্র ও জমি ব্যবসায়ী উজ্জল কুমার রাহার (৪৬) কাছে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামের নুরুল হক মোল্লার পুত্র মোঃ মহিদুল ইসলাম (৩৩) তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। চাদা না দেয়ায় বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল। গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় তিনি আগৈলঝাড়া সদরে মুক্তি ফার্মেসীতে অষুধ কিনছিলেন। এ সময় ছাত্রদল নেতা মহিদুল ইসলাম ফোন করে কালিখোলা নামক স্থানে তার ব্যক্তিগত অফিসে যেতে বলে। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিদুল লাঠি দিয়ে তাকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার শ্যালক সোহাগ হাওলাদার (৩৭), উপজেলা তাতী দলের সাধারন সম্পাদক মোঃ মিজান মোল্লা (৩৮), উপজেলা স্বেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাত বিশ্বাস (৪৫), সহযোগী হাসান হাওলাদার (২৬) ও সাগর হাওলাদার (৩৫)সহ ১০/১২ সন্ত্রাসী তাকে বেদমভাবে লাঠিপেটা করে অফিসে আটকে রাখেন। এ ঘটনায় সোমবার আগৈরঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী ব্যবসায়ী উজ্জল কুমার রাহা। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, উজ্জল রাহা সোমবার বাদি হয়ে ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেন এবং মঙ্গলবার পুনরায় লিখিত দিয়ে মিমাংসার কথা জানিয়ে মামলা প্রত্যহারের আবেদন করেন। মামলা প্রত্যহারের আবেদন সম্পর্কে জানতে উজ্জল কুমার রাহাকে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।