গৌরনদী
ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করছে জঙ্গিরা. এমপি ইউনুস
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো: ইউনুস বলেছেন, ধর্মের নামে যারা মানুষ হত্যা করে ইসলাম তাদের সমর্থন করে না, কোন ধর্মেই হত্যাকান্ডের সমর্থন নেই। জঙ্গিরা ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা করেছে। তিনি জঙ্গিবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, নিজ নিজ অবস্থান থেকে সকলকে সচেতন থাকতে হবে। সকলের উচিৎ দেশের স্বার্থে জঙ্গিবাদদের দমন করা। উজিরপুর উপজেলার ডব্লিউ.বি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে এ কথা বলেন। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি আ: মজিদ সিদকার বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, মডেল থানার ওসি গোলাম সরোয়ার,প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন হিমু,ছাত্রলীগ সভাপতি ও কাউন্সিলর অসীম কুমার ঘরামী প্রমূখ। এমপি ইউনুস আরো বলেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকান্ডের মূল নায়ক ছিলেন আর ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল নায়ক তারই পুত্র তারেক রহমান। এছাড়াও এমপি ইউনুস উপজেলা সদরের শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।