গৌরনদী
কেন্দ্রীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রতিবাদে উজিরপুর বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক খোকন ডাকুয়ার দেয়া অভিযোগের প্রতিবাদে উজিরপুর উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন। ৫ আগষ্টের পরে দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজিসহ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়ায় শ্রমিক দলের নেতাকে দল থেকে বহিস্কারের দাবি জানান।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহম্মেদ জানান, বরিশালের উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক খোকন ডাকুয়া গত ১২ সেপ্টেম্বর থানায় তাকে গুলি করে হত্যার চেষ্টার লিখিত অভিযোগ করেছেন। এতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েলসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করেছেন। উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ সহিদ খান অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্ট দেশের পট পরির্বতনের পরে উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক খোকন ডাকুয়া বেপরোয়া চাদাবাজিসহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। বিএনপির পক্ষ তাকে নিষেধ করা সত্বেও কোন বাধাই সে মানছে না। পরবর্তিতে গত ১০ সেপ্টেম্বর উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে বসে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েল খোকন ডাকুয়াকে সাশিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে খোকন ডাকুয়া জুয়েলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। মিথ্যা অভিযোগ দিয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতার ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার উজিরপুর উপজেলা, পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক শরফউদ্দির আহম্মেদ সেন্টু । এতে বিএনপি ও সহযেগী সংগঠনের নেতাকর্মিরা বক্তব্য রাখেন । বক্তারা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক খোকন ডাকুয়াকে দল থেকে বহিস্কারের দাবি জানান।
উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক খোকন ডাকুয়া লিখিত অভিযোগে বলেন, গত ১০ সেপ্টেম্বর উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশের শুরুতেই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েলের সঙ্গে খোকন ডাকুয়ার তর্কাতর্কির ঘটনা ঘটে। এ সময় সাইফ মাহমুদ জুয়েল খোকন ডাকুয়াকে গুলি করে হত্যার হুমকি দেন। পূর্বের তর্কাতর্কির ঘটনার জের ধরে ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মোঃ সাইফ মাহমুদ জুয়েল নিজে পিস্তল হাতে নিয়ে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় ধারাল অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সোনার বাংলা বাজারে আমার দোকানের সামনে হাজির হয়ে আমাকে গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে জুয়েলের নেতৃত্বে দোকানে হামলা চালানো হয়। এ সময় জুয়েল আমাকে বলে “তোকে জীবনের তরে রাজনীতি শেষ কইররা দিবো” বলেই আমাকে লক্ষ্য করে নিজের পিস্তল বের করে আমাকে লক্ষ করে ৫ রাউন্ড গুলি ছুড়ে। আত্ম রক্ষায় আমি দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করেছি।
মিথ্যা লিখিত অভিযোগ দেয়া সম্পর্কে জানতে চাইলে উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক খোকন ডাকুয়া বলেন, আমি কোন মিথ্যা অভিযোগ দেইনি। াামাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহম্মেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করা যাচ্ছে না।