গৌরনদী
আগৈলঝাড়ায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি’র কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও গাজী কামরুল ইসলাম সজলের নামে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জিরো পয়েন্ট গান্ধীর দোকানের সামনে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন শিকদার, আবুল হোসেন লাল্টু, ডা. মাহাবুবুল ইসলাম মাহাবুব, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, সদস্য সচিব শিপন হাওলাদার, যুবদল নেতা আরিফ হোসেন ফিরোজ, হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, জুয়েল মোল্লা, সাবেক ভিপি সেলিম হোসেন, সাবেক জিএস মহিউদ্দিন পিন্টু, সেলিম ফকির, মোল্লা নাহিদ প্রমুখ। সভায় ১/১১ এর দালাল ও দালালের অনুসারিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়া হয়। বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছে তাদেরকে বহিস্কারের দাবী জানানো হয়।