গৌরনদী
গৌরনদীতে যুবলীগ নেতার দোকান ও বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় ৩৪ ছাত্রদল যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সুমন পালের (৩৫) দোকান ও বাড়িতে মঙ্গলবার রাতে ছাত্রদল ও যুবদলের ৩০/৩৫ জন নেতাকর্মি হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা পিটিয়ে কুপিয়ে ৫ জনকে জখম করেছে। আহতদের স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় বুধবার সুমন পালের স্ত্রী রুম্পা পাল বাদি হয়ে ছাত্রদল ও যুবদলের ৪জন নেতাকর্মির নামউল্লেখসহ ৩৪ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহার নামীয় আসামি সরিকল ইউনিয়ন যুবদলের সদস্য সোহেল প্যাদাকে (৩৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধ নিয়ে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সুমন পালের (৩৫) সঙ্গে সরিকল ইউনিয়ন যুবদলের সদস্য সোহেল প্যাদা (৩৮) ও সরিকল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিনের (২৭) বিরোধ চলে আসছিল। দেশের সরকারের পতনের পরে ছাত্রদল , যুবদল নেতাকর্মিরা বিভিন্ন সময় বাড়িতে এসে সুমনকে এলাকা ছাড়তে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল।
সুমন পাল অভিযোগ করে বলেন, সরকিল ইউনিয়নের যুবদলের সদস্য সন্ত্রাসী সোহেল প্যাদা, রুবেল প্যাদা ও সরিকল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন গত ১মাস ধরে আমাকে বিভিন্ন সময় গালিগালাজ করে এলাকা ছাড়তে বলে। কথা অমান্য করলে প্রাননাশসহ বিভিন্ন হুমকি দেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধার ছেলে ছাত্রদল নেতা রুহুল আমিন তার সহদর ইউনিয়ন যুবদলের সদস্য পলাশ মৃধা (৩৬) ভাতিজা যুবদল নেতা রিয়াজুল ইসলাম (৩৮), রানা মৃধা (৩২)জসিম মৃধা (৩৫), সোহেল প্যাদাসহ ৩০/৪০ জন সন্ত্রাসী দেশীয় ধারাল অস্ত্র, হকিষ্টিক, জিআই পাইপ ও লাঠিসোটা নিয়ে মহিশা বাজারের আমার দোকানে হামলা করে ব্যাপক ভাঙচুর ও নগত ২৫ হাজার টাকাসহ মালামাল লুট করে আমাকে কুপিয়ে জখম করেছে। ওই সন্ত্রাসীরা রাত সোয়া ৮টার দিকে ওই সন্ত্রাসীরা আমার মহিষা গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। সন্ত্রাসীদের হামলায় বাধা দিতে গেলে আমার স্ত্রী রুম্পা পাল (২৬) মা সরলা রানী পাল (৭০) বড় ভাই অরুন পাল (৪২), ভাতিজি ঝর্না রানী পালকে (১৭) পিটিয়ে জখম করেন। অভিযোগের ব্যাপারে জানতে সরিকল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিনকে ফোন দিলে তা ধরেননি। তবে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অস্বীকার করে তার বাবা সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধা বলেন, সুমন পাল একজন অস্ত্রধারী সন্ত্রাসী সে এলাকায় অনেক অত্যাচার করেছে। আমার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে। বরিশাল-১ আসনের সাবেক সাংসদ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম. জহীর উদ্দিন স্বপন বিষয়টি শোনার পরে তাৎক্ষনিকভাবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য গৌরনদী মডেল থানার ওসিকে অনুরোধ করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আহত সুমন পালের স্ত্রী রুম্পা পাল বাদি হয়ে ৪জনের নামউল্লেখসহ ৩৪ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহার নামীয় আসামি সরিকল ইউনিয়ন যুবদলের সদস্য সোহেল প্যাদাকে (৩৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।