গৌরনদী
চাঁদা না দেয়ায় গৌরনদীতে পিটিয়ে ছাত্রলীগ কর্মিকে হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ দাবিকৃত একলাখ টাকা চাঁদা না দেওয়ায় বরিশালের গৌরনদীতে ছাত্রদলের কতিপয় নেতাকর্মীরা হামলা চালিয়ে পিটিয়ে বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাশেদ শিকদারকে (২২) গত ১৬ আগষ্ট হত্যা করেছে । এ ঘটনায় নিহতের বড় ভাই রাসেল সিকদার বাদি হয়ে ছাত্রদল নেতা আল আমিনকে প্রধান আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন জানান, দেশে পট পরির্বতনের পরে বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাশেদ সিকদারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিন (২৬)। দাবিকৃত চাদা না দেয়ায় ১৬ আগষ্ট রাতে ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিনের নেতৃত্বে রাশেদ সিকদারকে বার্থী বাজারে পিটিয়ে হত্যা করে। ১৭ আগষ্ট নিহতের বড় ভাই রাসেল সিকদার বাদি হয়ে আল আমিনকে প্রধান আসামি ও তারসহদর তামিম তালুকদার (২২), সাইমন তালুকদার (১৯), সোহাগ খান (১৮)সহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞতনামা আসামি করে ১৮ আগষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। র্যাব-৮ ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে শনিবার রাতে শরীয়তপুর জেলার পালং থানার চিকন্দি বাজার থেকে হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা আল আমিনকে (২৬) আটক করে গৌরনদী মডেল থানায় সোপর্দ করেছে। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে সোপর্দ করলে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।