বরিশাল
গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির দুলু সভাপতি মানিক সাধারন সম্পাদক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী উপজেলা পূজা কমিটি গঠনের লক্ষে রোববার সকালে গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে উপজেলার প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি মনোজ কুমার গোমস্তার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র রায়, পালরদী স্কুল এ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রাজা রাম সাহা, এনজিও ফোরামের সমন্বয় প্রেমানন্দ ঘরামী, মাহিলাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সুজিত বাড়ৈ, অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক লাল আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী নবদত্ত, স্কুল শিক্ষক ঝর্না দাস লাবনী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সজল ঘোষ প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি পূজা উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি দুলাল চন্দ্র রায়, সিনিয়র সহসভাপতি নির্মল হালদার, সাধারন সম্পাদক মানিক লাল আচার্য্য, কোষাধ্যক্ষ শ্রী কৃঞ্চ চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক রাহুল চক্রবর্তি ও দপ্তর সম্পাদক পলাশ দান।