বরিশাল
গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার এক পলাতক ছাত্রলীগ নেতাকে অর্থের বিনিময়ে এলাকায় ফিরিয়ে আনার ঘটনার প্রতিবাদ করায় গৌরনদী উপজেলা যুবদলের সদস্য মোঃ হীরা সরদারকে (২৮) গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম (২৭) কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত যুবদল নেতা বরিশাল শের ইং লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় যুবদল নেতা বাদি হয়ে রোববার থানায় লিখিত অভিযোগ করছে।
স্থানীয় লোকজন, দলীয় নেতাকর্মি ও আহতের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ রনি বেপারী আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে পৌর সভার ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ মহল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মির উপর অত্যাচার চালায়। ৫ আগষ্ট থেকে ছাত্রলীগ নেতা রনি বেপারী এলাকা ছেলে অন্যত্র পালিয়ে যায়। দলের নেতাকর্মিরা অভিযোগ করেন, ছাত্রদলের কতিপয় নেতাকর্মি অর্থের বিনিময়ে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ রনি বেপারীকে শনিবার এলাকায় আনেন। ওই দিন রনিকে এলাকায় ঘোরা ফেরা করতে দেখে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা ক্ষুব্ধ হন।
গৌরনদী উপজেলা যুবদলের সদস্য মোঃ হীরা সরদার অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আমলে সন্ত্রাসী রনি আমার হাত-পা ভেঙ্গে দিয়েছিল। একাধিকার কুপিয়েছে। গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ২০ হাজার টাকার বিনিময়ে ছাত্রলীগের সন্ত্রাসী মোঃ রনি বেপারীকে এলাকায় ফিরিয়ে আনেন। আমি এর প্রতিবাদ করলে শনিবার রাত ১০টার দিকে ছাত্রদল নেতা আব্দুর তার সহযোগী রাজীব (৩৫) আমার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে এবং এক পর্যায়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। স্থানীয়রা উদ্ধার করে প্রথম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি ঘটলে ওই রাতে বরিশাল শের ইং লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে আমি জড়িত না। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ।