বরিশাল
উজিরপুরে অগ্নিকাণ্ড দুটি দোকান ভস্মীভূত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর নামক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। উজিরপুর ফায়ারসার্ভিস কর্মকর্তারা জানান, এতে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীরা নাশকতার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় আকাশ হাওলাদার বাদী হয়ে দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আনোয়ার হোসেন হাওলাদার জানান, প্রতিপক্ষদের সাথে বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছিল, তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা আমার ছেলের দোকানে অগ্নিসংযোগ ঘটায়, এতে আমার প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্র জানা যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।