গৌরনদী
গৌরনদীতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ও গৌরনদী বন্দরের দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ও বুধবার রাতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া করা হয়েছে।
স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, বাকি না দেওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টরকী বন্দরের মুদি মালের ব্যবসায়ী নাঈম শরীফ (৩৫)কে ও রাজনৈতিক বিরোধের জের ধরে গৌরনদী বন্দরের জুতা ব্যবসায়ী নয়ন প্যাদার (৪০) উপর দূবৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী নাঈম শরীফ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সন্ত্রাসী এরশাদ হাওলাদার (৩৮), সফিক হাওলাদার (৩২) জয় হাওলাদার (২২)সহ ৬/৭ সন্ত্রাসী দোকানে এসে মালামাল বাকি চায়। আমি দেতে অস্বীকার করায় সন্ত্রাসীরা আমাকে দোকান থেকে বের করে হামলা চালায়। এ সময় আমাকে পিটাতে থাকে এক পর্যায়ে কুপিয়ে জখম করে দোকানের ৫লিটারের একাধিক তৈলের ক্যান সহ মুদি মালামাল লুট করে নিয়ে যায়। গৌরনদী বন্দরের ব্যবসায়ী নয়ন প্যাদার বাবা আঃ আজিজ প্যাদা অভিযোগ করে বলেন, আমার ছেলে গৌরনদী বন্দরস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসা ছিল বুধবার রাত ৯টার দিকে ১০/১২ জন সন্ত্রাসী তাকে দোকান থেকে ডেকে নিয়ে খাদ্য গুদামের কাছে নিয়ে যায় সেখানে তাকে পিটিয়ে ও এক পর্যায়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ছেরেকে কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে এরশাদ হাওলাদারের (৩৮) কাছে ফোন দিলে তিনি ধরেননি। সফিক হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, বাকি চাওয়া ও হামলার অভিযোগ সঠিক না। ক্রেতা হিসেবে কিনতে গেলে আমারদের সঙ্গে খারাপ আচরন করে ফলে হাতাহাতির ঘটনা ঘটেছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, টরকী বন্দরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গৌরনদী বন্দরের ব্যবসায়ী নয়ন প্যাদা কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।