গৌরনদী
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গৌরনদীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শপথ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে শিক্ষা মন্ত্রনালয়ের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গৌরনদী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে ছাত্র ছাত্রী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক সমাবেশ থেকে গৌরনদী দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক ছাত্র, ছাত্রী, শিক্ষক-অভিভাবক জঙ্গিবাদ প্রতিরোধে দীপ্ত পত্যয় ও অঙ্গীকার ঘোষনা করে শপথ গ্রহন করেছেন।
সকাল ১০টায় পিংলাকাঠী হাইস্কুলের সমাবেশের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাসহুরা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস,এম, শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সদস্য ফিরোজ হোসেন মুকুল, কাজী আঃ সাত্তার বাবুল, খোকন মল্লিক, ইউপি সদস্য মোঃ বাবুল আকন, টুলু বেগম, সেন্টু মল্লিক, সাবেক শিক্ষক দিলিপ মূখার্জী, বন্ধুসভার সাবেক সভাপতি বেলাল হোসেন। বক্তব্য রাখে সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক আব্দুল মালেক, হাফেজ মুনুসর আহম্মেদ, কাজী নিজাম উদ্দিতন, আব্দুল জলিল, ছাত্র ইমাম হোসেন, রবিন হাওলাদার, ইলমা ইসলাম প্রমূখ।
সকাল সাড়ে ১০টায় গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সমাবেশের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ। প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব আলম, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, বন্ধুসভা সাবেক সভাপতি বেলাল হোসেন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হামিদ মিয়া, সিনিয়ন সহকারী শিক্ষক মানিক লাল আচার্য্যা, বিমল চক্রবর্তি, শক্তি বিশ্বাস, বাদশা শিকদার, মোঃ সহিদুল ইসলাম, রোকনুজ্জামান প্রমূখ।
সাড়ে ১১টায় পালরদী মডেল স্কুল অ্য-ি কলেজের সমাবেশে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায়। সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর কাউন্সিলর গোলাম আহাদ মিয়া, সাবেক কাউন্সিলর এস,এম, ফিরোজ রহমান, মোঃ জামাল হোসেন বাচ্চু, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আলহাজ্ব আব্দুল জব্বার, বন্ধুসভার সাবেক সভাপতি বেলাল হোসেন, সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, রাজা রাম সাহা।
আল আমিন টেকনিক্যাল স্কুল অ্যা- কলেজের পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ ইখতেয়ার হোসেন, রিপোর্টাসর্ ইউনিটির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ। হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলঅনা খলিরুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এছাড়া আল হেলাল একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রসা, কদমতলা মহিলা আলিম মাদ্রসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়।