বরিশাল
গৌরনদীতে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদীতে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরনে রবিবার অনলাইন পোর্টাল গৌরনদী২৪ ডটকমের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সদস্য ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত কবি সাহিত্যিক ও লেখকরা যোগদান করেন।
গৌরনদীতে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক কবি লেখক, প্রকাশক সিকদার রেজাউল করিম, গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের জেষ্ঠ্য প্রভাষক মোঃ মাসুদ করিম, কবি সাহিত্যিক ডাক্তার হাচান আকন, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও নাগরিক কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির জেলা সদস্য শাহ আলম সন্যামাত, আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি মোঃ মোস্তাফিজুর রহমান, রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান প্রধান শিক্ষক কবি আঃ মতিন হাওলাদার, গৌরনদীতে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক কবি ফাতেমা জান্নাত চাদনী, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি কবি পলাশ তালুকদার, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সহ-সাহিত্য সম্পাদক শ্রী কৃঞ্চ চক্রবর্তি, জাতীয় মানবাধিকার উপজেলা কমিটির সভাপতি গোলাম সালেক মামুন, কবি কাজী তরিকুল ইসলাম, শশাংকর বৈদ্য, কবি বিনয় ঋৃষি। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালণা করেন কবি আঃ মতিন হাওলাদার।