গৌরনদী
সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার ৫২তম শুভ জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাই টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার ৫২তম শুভ জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্খী সহ সর্বস্থরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন।
রোববার রাতে উপজেলার টরকী বন্দরস্থ বে-সরকারি এনজিও টিপিডিও’র কার্যালয়ে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্টানে উপস্থিত ছিলেন চাঁদশী ঈশ^র চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক কাজী আসাদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও টিপিডিও’র পরিচালক মোহাম্মদ আলী বাবু, সাধারন সম্পাদক মোল্লা ফারুক হাসান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএম এফএস) এর উপজেলা সভাপতি এসএম মিজান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরিফিন রিয়াদ, সাংবাদিক সরদার মাসুদ, রাজিব ইসলাম তারিম, শফিকুল ইসলাম সোহাগ, টরকী বন্দরের ব্যবসায়ী পলাশ ব্যানার্জি, ক্রিকেটার মোঃ মিরাজুল ইসলাম পিয়াল, রানা দত্ত, হৃদয় মাঝি সহ সুধীজনরা।