গৌরনদী
গৌরনদীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদকঃ দাবিকৃত একলাখ টাকা চাঁদা না দেওয়ায় বরিশালের গৌরনদীতে ছাত্রদলের কতিপয় নেতাকর্মীরা শুক্রবার রাতে হামলা চালিয়ে বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাশেদ শিকদারকে (২২) পিটিয়ে হত্যা করেছে । এ ঘটনায় শনিবার নিহতের বড় ভাই রাসেল সিকদার বাদি হয়ে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিনসহ ৫ জনের নাম উল্লেখকরে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । নিহত ছাত্রলীগ নেতা রাশেদ সিকদার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের কালাম শিকদারের ছেলে ।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাশেদ শিকদার দেশে আন্দোলন শুরু হলে পারিবারিক চাপে গত জুলাই মাসে তাবলিক জামাতে চলে যান। তাবলিকে থাকা অবস্থায় আওয়ামীলীগ-ছাত্রলীগ ও বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ছবি লেখা পোষ্ট করতেন। এতে ছাত্রদল নেতারা তার উপর ক্ষিপ্ত ছিল। দেশের পরিবর্তনের পর তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন ও তার সহকর্মিরা। ছাত্রলীগ নেতা রাশেদ চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়ে আসছিল। নিহতের মা হাসনু বেগম (৪৫) জানান, শুক্রবার দুপুরে ছেলে রাশেদ সিকদার বাড়িতে আসে। সন্ধ্যায় কে বা কারা তাকে ফোন দিয়ে বার্র্থীী বাজারে যেতে বললে ফোন পেয়ে বাজারে যায়। ওই দিন রাতে তাকে পিটিয়ে হত্যা করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই টুকু সিকদার (৫৪) বলেন, শুক্রবার সন্ধ্যায় রাশেদ বার্থী বাজারে গেলে কতিপয় সন্ত্রাসী তাকে ধাওয়া করে এ সময় সে দৌড়ে ব্যবসায়ী কামরুলের দোকানে আশ্রয় নেন। রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সুমন সরকার (৩০) তাকে দোকান থেকে বের করে নিয়ে আলফি চাপরাসির দোকানে সামনে নিয়ে যান সেখানে ছাত্রদল নেতা আল আমিন (২৬), তার সহদর হামিম তালুকদার (২২)সহ ১০/১৫ সন্ত্রাসী স্বমিলের বাকলি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এক পর্যায়ে মাথায় আঘাত করলে রাশেদ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কেলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেন। ঢাকা যাওয়ার পথে মাওয়া পৌছলে রাশেদ মারা যান।
নিহত রাশেদের বড় ভাই ঢাকার ব্যবসায়ী রাসেল সিকদার অভিযোগ করে বলেন, আমার ভাইর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন (২৬) তার ছোট ভাই তামিম তালুকদার (২২), সাইমন তালুকদার (১৯), সোহাগ খান (১৮)সহ তাদের ১০/১৫ জন সহযোগীরা। ছোট ভাই রাশেদ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা ক্ষিপ্ত হন। শুক্রবার ঢাকা থেকে বাড়িতে যায় এবং সন্ধ্যায় সন্ত্রাসীরা ফোন দিয়ে বার্থী বাজারে নিয়ে রাতে তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। রাশেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, সে শোক দিবসসহ বঙ্গবন্ধু ও শেখহাসিনার বিভিন্ন পোষ্ট ও লেখা পোষ্ট করেছেন। গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জোবায়েরল ইসলাম ওরফে সান্টু ভূইয়া বলেন, নিহত রাশেদ সিকদার ছাত্রলীগের ইউনিয়ন সদস্য, তার অপরাধ সে ফেইসবুকে দলের পক্ষে বিভিন্ন পোষ্ট করতেন। এ জন্য এক লাখ টাকা চাঁদা চান তা না দেওয়ায় ছাত্র দলের নেতাকর্মি সন্ত্রাসীরা পিটিয়ে নির্মমভাবে তাকে হত্যা করেছে।
অভিযোগের ব্যপারে জানতে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আল আমিনের কাছে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। পরবর্তিতে ছোট ভাই তামিম তালুকদারের কাছে ফোন দিলেও বন্ধ পাওযা যায়। বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওযা যায়নি। প্রতিবেশীরা জানান, রাশেদের নিহতের খবর ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্থা বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। খোজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আল আমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলেবে । গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, দাবিকৃত এক লাখ টাকা চাদা না পেয়ে পিটিয়ে রাশেদ সিকদারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই রাসেল সিকদার বাদি হয়ে আল আমিনকে প্রধান আসামি ও তারসহদর তামিম তালুকদার (২২), সাইমন তালুকদার (১৯), সোহাগ খান (১৮)সহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞতনামা আসামি করে শনিবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।