বরিশাল
গৌরনদীতে যুবলীগ নেতার বাড়িতে হামলা আসবাবপত্র তছনছ, পৃথক হামলায় আহত-৮
নিজস্ব প্রতিবেদকঃ জমাজমি সংক্রান্ত বিরোধের জের বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামে রোববার রাতে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে বসত ঘরের আসবাবপত্র তছনছ সহ মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভূক্তভোগী পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উপজেলার গোবর্দ্ধন গ্রামের আঃ মান্নান সরদারের পুত্র মানিক সরদারের সাথে একই গ্রামের মৃত আব্দুর রব সরদারের পুত্র রঞ্জু সরদারের জমাজমি নিয়ে দীর্ঘ ২০/২৫ বছর যাবত বিরোধ চলে আসছে। মানিক সরদারের স্ত্রী জাকিয়া খানম (২৫) অভিযোগ করে বলেন, আমাদের প্রতিপক্ষ রঞ্জু সরদারের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী গত ৭ আগষ্ট আমাদের মুরগীর ফার্মে হামলা করে ৩০টি মুরগী লুট করে নিয়ে যায়। শনিবার রাত ২টার দিকে রঞ্জু সরদার, তার সহযোগী সাইফুল ইসলাম, কামাল সরদারসহ ৩/৪জন বসতঘরের বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করেছে এবং আলমিরা ভেঙ্গে ২ লাখ টাকা ও স্বর্নালংকার ছিনিয়ে নেন। যাওয়ার সময় দূবৃত্তরা পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রঞ্জু সরদার বলেন, দীর্ঘ দিন আমার সাথে মানিকের জমি নিয়ে বিরোধ চলে আসছে। কয়েকদিন আগে আমার বিরুদ্ধে কোটি টাকার চাদা দাবির মিথ্যা মামলা দায়ের করলে মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় আমাকে জব্দ করতে দেশের এই সংকটময় মুহুর্তে প্রশাসনের সহানুভূতি নেওয়ার জন্য নিজেরা ঘরের মধ্যে আসবাবপত্র তছনছ করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। গৌরনদী মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, রিখিত কোন অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় গ্রæপের নারী সহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার দুুপরে হাসপাতালে বেডে শুয়ে আহত আবু বক্কও রাঢী (৭৫) জানান, বাড়ির পাশের জমি নিয়ে প্রতিবেশী ইউসুব রাঢী সাথে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। শনিবার বিরোধপুর্ন জমিতে হাল চাষ করতে গেলে প্রতিপক্ষ ইউসুব ও তার লোকজন বাঁধা দেয়। এ সময় তর্কবির্তকের এক পর্যায়ে আবু বক্করের উপর হামলা চালায়। তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে তার স্ত্রী ফুল মালা বেগম (৬০), পুত্র আরিফ রাঢী (৩২) ও বারেক রাঢীকে (৪০) বেদম মারধর করে জখম করে। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত আবু বক্কর রাঢী আরো অভিযোগ করেন, প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাদের ঘায়ের করার লক্ষে সম্পূর্ন সুস্থ্য মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে।