গৌরনদী
গৌরনদীতে মাই টিভি’র চেয়ারম্যানের জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদকঃ জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদী প্রতিনিধির উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মাই টিভি প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকনুজ্জামান পনির, উপজেলা বঙ্গবন্ধু কবিতা পরিষদের সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বিএম বেলাল, বিএমএসএফের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জামিল মাহমুদ, কোষাধ্যক্ষ জিএম জসিম হাসান, মানবাধিকার কর্মী এএস মামুন, সাংবাদিক রনি মোল্লা সহ বিশিষ্টজনেরা। শেষে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী তার পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কারী সাকিবুল্লা বেলালী।