বরিশাল
গৌরনদীতে কিশোরী ধর্ষনের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে এক কিশোরী ছাত্রীকে (১৪) বুধবার রাতে নিজ বাড়িতে এক কলেজ ছাত্র জোরপূর্বক ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদি হয়ে শনিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার বাদি এজাহারে উল্লেখ করেন, গত ৮ মাস পূর্বে পাশ্ববর্তি উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের শোলক গ্রামের সাইফুল ইসলাম ফকিরের পুত্র জাহিদুল ইসলামের (২১) সাথে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠি গ্রামের এক কিশোরী ছাত্রীর (১৪) সঙ্গে মুঠোফোনে পরিচয় হয়। পরিচয়ের পরে মুঠোফোনে কথা হওয়ার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে কলেজ ছাত্র সাইফুল ইসলাম ফকির তার মেয়েকে বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যায়। সর্বশেষ গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে কলেজ ছাত্র সাইফুল তার (বাদির) বাড়িতে আসে। এ সময় বাড়িতে মেয়ে ছাড়া কেউই ছিল না। এই সুযোগে কলেজ ছাত্র সাইফুল মাদ্রসা ছাত্রী মেয়েকে জোরপূর্বক ধর্ষন করেছে। বাদি এজাহারে আরো বলেন, ঘটনার দিন গভীর রাত সে ও তার স্বামী বাড়িতে আসলে মেয়ে ধর্ষিত হওয়ার বিষয়টি জানান পরে তারা স্থানীয় গন্যমান্য ব্যক্তির পরামর্শে থানা পুলিশের শরনাপন্ন হন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, মাদ্রসা ছাত্রী ধর্ষনের ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে কলেজ ছাত্র সাইফুল ইসলামকে আসামি করে শনিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিস ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।