বরিশাল
গৌরনদীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে পশু ও মুরগির খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১২০ জন খামারিদের মাঝে পশু ও মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ আরিফুর রহমান সহ অন্যন্যরা। শেষে ১২০ জন খামারিদের মাঝে পশু ও মুরগির খাদ্য বিতরণ করা হয়।