বরিশাল
আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদকঃ যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বজন সমাবেশের আয়োজনে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরন সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাব আহবায়ক সরদার হারুণ রানা, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সাধারন সম্পাদক শামীমুল ইসলাম শামীম, যুগ্ন-সাধারন সম্পাদক ওমর আলী সানী, সাবেক প্রচার সম্পাদক নাজমুল রিপন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য স্বপন দাস, পলাশ দত্ত, বরুন কুমার বাড়ৈ, মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ। পরে তার স্মরনে দোয়া ও মোনজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ আব্দুল রহমান। স্মরন সভায় বক্তারা যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’র কর্মময় জীবনের উপর আলোচনা করেন।
উল্লেখ্য, ২০২০সালের ১৩ জুলাই ঢাকার এভারকেয়ার হাসপাতালে যমুনা গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।