বরিশাল
গৌরনদীতে শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি-কটকস্থল নুরাণী ও হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় কোমলমতি শতাধিক হেফজ শিক্ষার্থীকে নতুন ছবক ও পুরস্কার এবং ২০২৩ শিক্ষাবর্ষের তৃতীয় জামাতের উর্ত্তীন শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
সোমবার রাতে মাদ্রাসার হলরুমে মাদ্রসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রশিদ, মাই টিভি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক শরিফুর রহমান, সমাজ সেবক মমাসুদ মাঝি, কাতার প্রবাসী রিয়াদ হোসেন, যুবলীগ নেতা কামাল পারভেজ, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম সংগ্রাম, প্রধান শিক্ষক ইমাম মাওলানা হামিম হাসান, শিক্ষক হাফেজ কামাল হোসেন, মাওলানা মোঃ ঈশা সহ অন্যান্যরা। শেষে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।