বরিশাল
গৌরনদীতে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার, কারাগারে প্রেরন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার লক্ষনকাঠী গ্রামে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী ইকবাল হোসেনকে গৌরনদী মডেল থানা পুলিশ ঢাকা বাড্ডা থানা পুলিশের সহায়তায় বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী ইকবাল হোসেন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষনকাঠী গ্রামের আবুল কালামের ছেলে। ২০১০ সালে স্ত্রীকে হত্যার একটি মামলায় বরিশাল জেলা জজ আদালতের মৃত্যুদন্ডর আদেশ দেয়ার পর থেকে সে গত ১৪ বছর যাবত পলাতক রয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্ত্রীকে হত্যার মামলার রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।