বরিশাল
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ,লাশ উদ্ধার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া গ্রামে স্বামীর পরকীয়া প্রেমের বাঁধা ও দাবিকৃত যৌতুকের এক লক্ষ টাকা দিতে না পারায় স্ত্রী রিবিকা বাড়ৈকে (৩৫) হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগৈলঝাড়া থানা পুলিশ মঙ্গলবার নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাহুতপাড়া গ্রামের গৌরাঙ্গ বালার ছেলে সঞ্জিত বালার (৪০) পাশ্ববর্তি মাদারীপুর জেলার ডাসার থানার নবগ্রাম এলাকার উপেন্দ্র নাথ বাড়ৈর কন্যা রিবিকা বাড়ৈর (৩৫) ৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পরে দুই বছর না যেতেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এরই মধ্যে তাদের দুটি সন্তান জন্ম নেন। কিন্তু তাদের মধ্যে দাম্পত্য কলহ আরো বহুগুনে বেড়ে যায়। নিহত রিবিকা বাড়ৈর বড় ভাই সুবির বাড়ৈ (৪৫) অভিযোগ করে বলেন, আমার বোনজামাতা সঞ্জিত বালা দীর্ঘদিন থেকে পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। এনিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল যা সামাজিকভাবে একাধিকবার মিমাংসা করা হয়। এছাড়া সঞ্জিত বালা প্রায়ই যৌতুকের এক লক্ষ টাকা আনার জন্য আমার বোনের উপর চাপ সৃষ্টি করত। যৌতুক দিতে অস্বীকার ও পরকীয়া প্রেমে বাধা দেয়ায় গত দুই বছর ধরে বোন রিবিকা বাড়ৈকে অমানবিকভাবে মানসিক ও শারিরিক নির্যাতন করত স্বামী সঞ্জিত। সোমবার দিবাগত রাত ৯টার দিকে আমার বোনের সাথে সঞ্জিতের তুমুল ঝগড়াঝাটি ও বাগবিতন্ডা ঘটনা ঘটে এবং এ সময় তাকে হত্যার হুমকি দেন স্বামী সঞ্জিত। রাত ১০টার দিকে বোন ফোন দিয়ে বিষয়টি আমাদেরকে জানান। সকালে তার মৃত্যুর খবর পাই। স্বামী সঞ্জিত বালা আমার বোনকে নির্যাতনে পর স্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করে হত্যা করেছে। ঘটনাটি ধামাচাপা দিতে বাড়ির পাশ্ববর্তী বাগানের একটি গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখে এলাকায় আত্মহত্যার প্রচারনা চালায়। মূলত আমার বোনকে পরিকল্পিতভাবে করা হয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে মুঠোফোন কল করলে সঞ্জিত বালার ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তিতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। বাড়ির লোকজন জানান সঞ্জিত বালার স্ত্রী রিবিকার নিহতের পর থেকে পরিবারের সকলে আত্মগোপনে রয়েছে। কিন্তু সঞ্জিত বালার এক নিকটআত্মীয় নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, পারিবারিক কলহকে কেন্দ্র করে সোমবার রাতে ঝগড়ার পর রিবিকা আত্মহত্যা করেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলম চাঁদ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে মঙ্গলবার সকালে রিবিকা বাড়ৈর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ তদন্ত করে ও ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।