বরিশাল
গৌরনদীতে মরহুমা ওমেদা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদকঃ মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গৌরনদীতে দিনভর কুরাআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ।
গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে তাঁরাকুপি-কটকস্থল নুরাণী মাদ্রাসা ও এতিম খানায় দিনভর কুরআন খতম শেষে রোববার দোয়া ও মাহফিলে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শেষে মাই টিভির চেয়ারম্যানসহ পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনা ও মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুর হামিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁরাকুপি-কটকস্থল নুরাণী মাদ্রাসা ও এতিম খানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিয়া, শিক্ষক হাফেজ মাওলানা কামাল হোসেন, মিরাজুল ইসলাম পিয়াল, হৃদয় মাঝি।