বরিশাল
আগৈলঝাড়া উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যানকে নিয়ে প্রথম মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনোত্তর বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে প্রথম মাসিক সাধারন সভায় বক্তব্য রাখেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাশ গুপ্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈ, হাফিজা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম অসিত কুমার সাহা, ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাসসহ প্রমুখ। সভার শুরুতে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উপজেলা প্রশাসন থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।