গৌরনদী
পূর্ব শত্রুতার জের ধরে গৌরনদীতে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামে বুধবার রাত ১০টার দিকে একদল দূবৃত্ত চন্দ্রহার বাজারের এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার আভিযোগ পাওয়া গেছে। ওই রাতেই গুরুতরভাবে আহত ব্যবসায়ীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী রুবি আক্তার (২৬) বাদি হয়ে দুই জনের নামাল্লোখসহ ৫জনকে আসামি করে বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
গৌরনদী উপজেলার চন্দ্রহার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল হাওলাদার (৩৫) অভিযোগ করে বলেন, গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের শামীম বেপারীর (৪০) সাথে আমার পরিবারের পূর্ব শত্রæতা রয়েছে। বুধবার রাতে ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে রিকসা ভ্যানে করে আধূনা গ্রামের নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে বংকুরা সেতুর কাছে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই গ্রামের হাকিম বেপারীর পুত্র শামীম বেপারী (৪০), রহিম বেপারী (৪৫) ও মৃত ওসমান গনির পুত্র হাকিম বেপারী (৬৫)সহ ৪/৫জন আমার পথরোধ করে ভ্যান থামিয়ে লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় ভ্যান চালক আব্দুল আজিজ (৩৫) আমাকে রক্ষায় এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে আমার কাছে থাকা নগত দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ভ্যান চালক আব্দুল আজিজ বলেন, হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা ব্যবসায়ী জামাল হাওলাদারকে জবাই করার কথা বললে আমি ডাক চিৎকার দিলে গ্রামের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যবসায়ীর স্ত্রী ও মামলার বাদি রুবি আক্তার (২৬) অভিযোগ করে বলেন, সন্ত্রাসী শামীম বেপারী (৪০), মাদকাশক্ত রহিম বেপারী (৪৫) তাদের দলবল নিয়ে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে ওদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী শামীম ও রহিম আমার বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হামলার ঘটনায় মামলা দিলে প্রাননাশের হুমকি দেন। আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে আমি স্থানীয় ও উর্ধতন প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। অভিযোগের ব্যপারে জানতে চাইলে হামলার ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে শামীম বেপারী বলেন, হামলা কথা শুনেছি কিন্তু হামলার সঙ্গে আমরা জড়িত না। ব্যবসায়ী জামালের সাথে আমাদের স্থানীয় বিরোধ থাকায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী রুবি আক্তার (২৬) বাদি হয়ে দুই জনের নামাল্লোখসহ ৫জনকে আসামি করে বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।