বরিশাল
গৌরনদীতে আওয়ামীলীগ দুপক্ষের মধ্যে সংঘর্ষ বোমাবাজি, আহত-২
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একাধিক বোমার বিস্ফোরন হয়। সংঘর্ষে দুই জন আহত হয়। গুরুতর আহত হাবিব চোকদারকে রাতেই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও হৃদয় নামে এক ছাত্ররীগ নেতাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন গৌরনদী উপজেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর সাবেক মেয়র মোঃ হারিছুর রহমান ও গৌরনদী পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া। নির্বাচনে মোঃ মনির হোসেন মিয়া জয় লাভ করেন। নির্বাচনের পরে দুই পক্ষের মধ্যে কয়েকটি সহিংসতার ঘটনা ঘটে। এরই মধ্য দিয়ে গৌরনদী আওয়ামীলীগে দুইভাবে বিভক্ত হয়ে যায়। বিগত দিনে গৌরনদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয় হারিছুর রহমানের দখলে ছিল। গত ২৮ জুন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়ার সমর্থকরা অফিসটি দখল নেন। নির্বাচনে পরাজয়ে হারিছুর রহমানের পক্ষ কোন ঠাসা হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী নেতাকর্মিরা জানান, হারিছুর রহমানের সমর্থক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইমরান মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের ৭০/৮০ নেতাকর্মী সোমবার রাতে গৌরনদী বাসষ্টান্ডে মহড়া দিয়ে আওয়ামীলীগ অফিসে অবস্থান নেন। খবর পেয়ে মোঃ মনির হোসনের সমর্থরা তাদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে চারটি শক্তিশালী বোমার বিস্ফোরন ঘটে। এতে গৌরনদী বাসষ্টান্ডের ব্যবসায়ী ও পথচারীর মধ্যে আতংক দেখা দেয়।
মনির হোসেন মিয়ার সমর্থক যুবলীগ কর্মি হাবিব চোকদার (২৮) অভিযোগ করে বলেন, আমি একটি চায়ের দোকোনে দাড়ি চা পান করছিলাম এ সময় হারিছুর রহমানের সমর্থক ছাত্রলীগ নেতা ইমরান মিয়ার নেতৃত্বে ১৫/২০জন সন্ত্রাসী অফিসের সামনে বোমার বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে আমার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইমরান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমিসহ কতিপয় ছাত্রলীগ নেতাকর্মিরা অফিসে ঢুকলে মুহুর্তেই উপজেলা চেয়ারম্যান মনির মিয়ার সমর্থকরা বোমার বিস্ফোরন ঘটিয়ে আমাদের উপর হামলা চালিয়ে হৃদয় নামে একজনকে পিটিয়ে জখম করেছে।
গৌরনদী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে গৌরনদী মডের থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গৌরনদী বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েচে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।