গৌরনদী
সাবেক সিটি মেয়রের সাথে নবনির্বাচিত মেয়রের শুভেচ্ছা বিনিমিয়
নিজস্ব প্রতিবেদকঃ দলীয় নেতাকর্মীদের নিয়ে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আলাউদ্দিন ভূইয়া। মঙ্গলবার বিকেলে নগরীর কালিবাড়ি রোডস্থ সাবেক মেয়রের বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভোলা সাহা, যুবলীগ নেতা রাতুল হাসান রাসেদ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রোমান সহ অন্যান্যরা।