বরিশাল
জাতীয় শিক্ষা পদক পেয়েছেন আগৈলঝাড়ার দুই ভাই বোন
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শিক্ষা পদক ২০২৪ পেয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক দীনবন্ধু হালদার ও আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কল্যানী বিশ্বাসের দুই সন্তান। গত মঙ্গলবার ঢাকা মিরপুরে প্রাইমারী ট্রেনিং ইনষ্টিটিউট মিলনায়তনে জাতীয় পর্যায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান উপলক্ষে দুই ভাই বোনের হাতে পদক তুলে দেন প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী । দুই ভাই বোনের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী ও পরিবারে মাঝে আনন্দের বন্যা বইছে।
আগৈলঝাড়া উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী প্রবন্তী হালদার কাব স্কাউট (বালিকা) ক্যাটাগরীতে জাতীয় পর্যায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং ২০২৩ সালে কাব স্কাউট (বলিক) ক্যাটাগরীতে প্রবন্তীর ভাই আগৈলঝাড়া উপজেলার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র প্রতীক হালদার জাতীয় পর্যায় (বালক) তৃতীয় স্থান অধিকার করেছে। স্কুল শিক্ষক দুই সন্তানের মা কল্যানী বিশ্বাসের কাছে দুই ছেলে মেয়ের সাফল্যে প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, দুই সন্তানের সাফল্যে আমরা পরিবারসহ এলঅকাবাসি আনন্দিত। আমাদের ইচ্ছা ছেলে প্রতীক হালদার বুয়েটে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়ে দেশের ও মেয়ে প্রবন্তী হালদার লেখাপড়া করে ভবিষ্যতে ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করবে। আপনারা সবাই দোয়া করবেন। তিনি দুই সন্তানের সাফর্যর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট লিডার মোস্তাফিজুর রহমান (এএলটি) ও সহকারী শিক্ষিকা আফরোজা আক্তার (সিএএলটি)’র প্রতি কৃজ্ঞতা জানান। দুই শিক্ষার্থীর সাফল্যে প্রতিক্রিয়া জানতে চাইলে বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট লিডার মোস্তাফিজুর রহমান বলেন, প্রতীক হালদার ও তার বোন প্রবন্তী হালদার অনেক মেধাবী তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ সাংস্কৃতিক অঙ্গনে বেশ ভাল। আমি তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। আগৈলঝাড়া উপজেলা শিক্ষা অফিসার চন্দ্র শেখর ভক্ত এ সাফল্যে আমরা আনন্দিত এবং আগৈলঝাড়াবাসির গৌরবের। তাছা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরনা।