বরিশাল
গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে আলাউদ্দিন ভুইয়া মেয়র নির্বাচিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে বুধবার ইবিএম সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মোঃ আলাউদ্দিন ভূইয়া বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান জানান, গৌরনদী পৌর সভার সংখ্যা ৩৭ হাজার ২শত ৫৩ । কাষ্টিং ভোট ১৬ হাজার ২০। নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী ও আওয়ামীলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভূইয়া ১০হাজার ৫শত ৪৪ ভোট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীন ভোট পেয়েছেন ৪হাজার ৭শত ৮৬।