গৌরনদী
গৌরনদী পৌরসভা মেয়র পদে উপনির্বাচন, রাত পোহালেই কড়া প্রশাসনিক নিরাপত্তায় উৎকণ্ঠা-আতংকের ভোট গ্রহন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌরসভার নাগরিক ও সাধারন ভোটারদের মধ্যে এক ধরনের আতংক আর উৎকণ্ঠার রয়েছে। আতংক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে আজ বুধবার গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই নির্বাচন কমিশনে ভোটারদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যর প্রকাশ্যে আওয়ামীলীগ সভাপতির পক্ষে ভোট চাওয়ার ভিডিও ভাইড়াল হওয়ায় ভোটারদের মধ্যে আতংক অনেকাংশে বেড়ে যায়। পরবর্তিতে একাধিক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে কঠোর নিরাপত্তায় মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ ২৬ জুন ইবিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান জানান, অবাধ, সুষ্ঠ-শান্তিপূর্ন ও উৎসব মূখর নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করেছে নির্বাচন কমিশন। গৌরনদী পৌরসভার ১৪টি ভোট কেন্দ্রের জন্য ৫৮০জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব, যথেষ্ট পরিমান আনসার সদস্য, প্রতি দুই কেন্দ্রে একজন ম্যাজিষ্ট্রেড, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ৯জন, ১৪টি ভোট কেন্দ্রের জন্য ১৪টি মোবাইল ষ্টাইকিং ফোর্স ম্যজিষ্ট্রেডসহ, বিভিন্ন সংস্থার সাদা পোশাকের গোয়েন্দাসহ সব ধরনের আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্র ও ভোট কেন্দ্রের ৪শ গজের মধ্যে আইন শৃংখলার অবনতি ঘটনোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। সাধারন ভোটার নির্ভয়ে ভোট প্রদান করতে পারবেন।
স্থানীয় লোকজন, নির্বাচন অফিস ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান গৌরনদী উপজেলা নির্বাচনে প্রার্থী হতে গত ২৭ এপ্রিল মেয়র পদ থেকে পদত্যাগ করলে ৩০ এপ্রিল পদটি শুন্য ঘোষনা করা হয়। ১নং প্যানেল মেয়র ও গৌরনদী পৌর সভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আতিকুর রহমানকে দায়িত্বভার গ্রহনের চিঠি দেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের । গত ২১ মে বরিশাল জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সী গৌরনদী পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন । গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, মেয়র পদে প্রার্থী হন বরিশাল -১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সমর্থিত প্রার্থী ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ. এম. জয়নাল আবেদীন, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোঃ মফিজুর রহমান, আওয়ামীলীগের সদস্য মোঃ সফিকুর রহমান রেজাউল । গত ২০ জুন সিইসির সঙ্গে সাক্ষাৎ করে মোঃ আলাউদ্দিন ভূইয়া সাংসদ সমর্থিত জয়নাল আবেদীনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তাতে আলাউদ্দিন বলেন, আমার প্রতিদ্বন্ধী প্রার্থী গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল ফোন প্রতীকের প্রার্থীএইচ, এম, জয়নাল আবেদীন ও তার সমর্থকরা আমার ভোটার ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এবং ভোটের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। ভোটের দিন ২৬ জুন গৌরনদী পৌর সভার উপ-নির্বাচনের ১৪টি ভোট কেন্দ্রে সন্ত্রাসীদের নিয়ে কেন্দ্রে দখল করে নেওয়ার ঘোষনা দিচ্ছে। ভোটারদের নিরাপত্তা, সুষ্ঠ, শান্তিপূর্ন ও অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেড, অধিক সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ও সিসি ক্যামেরা স্থাপনের জন্য জোর আবেদন জানান।
এছাড়া গত বৃহস্পতিবার আগৈলঝাড়ার সেরালস্থ নিজ বাসভবনে বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা ডেকে প্রকাশ্যে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র পদে মোবাইল ফোন প্রতীকের প্রার্থী এইচ,এম জয়নাল আবেদীনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষনা দেন। তিনি (হাসানাত) উপস্থিত নেতাকর্মীদেরকে হাত উঠিয়ে জয়নালকে ভোট দেওয়ার ওয়াদা করান। যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনে প্রভাব বিস্তরের সামিল বলে অভিযোগ করেেেছন মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূইয়া। ওই সভার পরবর্তি সময়ে জয়নাল আবেদীনের সমর্থকরা আলাউদ্দিনের সমর্থকদের উপর হামলা চালাচ্ছে ও ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নেতাকর্মিদের প্রচারিত ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার নিজ বাড়িতে এক সমাবেশে আবুল হাসানাত আবদুল্লাহ মেয়র প্রার্থী জয়নালকে (মোবাইল ফোন প্রতীক) পরিচয় করিয়ে দিয়ে বলছেন আওয়ামীলীগ সভাপতি জয়নাল দীর্ঘদিনের ত্যাগী নেতা, ভাল মানুষ, তার কোন বদনাম নাই। আপনারা যারা কর্মি নেতৃবৃন্দ আছেন তারা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন তাহলে জয়নাল জয় লাভ করবে ইনসাআল্লাহ। আপনারা সেই ওয়াটা আল্লাহরস্তে আমার কাছে করবেন। আমার এই বৃদ্ধ বয়সে আমার ৮০ বছর বয়স হয়েছে আপনারা আমার এই ইচ্ছাটা পুরন করবেন। স্থানীয় সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর প্রকাশ্যে জয়নাল আবেদীনের পক্ষে ভোট চাওয়ায় ভোটারদের মধ্যে আতংক বেড়ে যায়। বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী বলেন, ভোটের দিন ভোট কেন্দ্রে কিংবা ভোট কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কোন ক্ষমতাবান ব্যক্তির প্রভাব বিস্তারের কোন সুযোগ নাই। অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।