গৌরনদী
গৌরনদী পৌরসভা মেয়র পদে উপনির্বাচন, স্থানীয় সাংসদের বিরুদ্ধে আচরনবিধি লংঘনের অভিযোগ নির্বাচন কমিশনে
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লার বিরুদ্ধে নিজ বাসভবনে এক মেয়র প্রার্থীর পক্ষে সভা ডেকে তাকে নিজের সমর্থিত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে প্রকাশ্যে ভোট চাওযার অভিযোগসহ নির্বাচন আচরনবিধি লংঘনের অভিযোগে গতকাল রোববার ঢাকা নির্বাচন কমিশনে (ইসি) লিখিতভাবে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী, সরকারি গৌরনদী কলেজের সাবেক জিএস ও আওয়ামীলীগ নেতা নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মোঃ আলাউদ্দিন ভূইয়া।
লিখিত অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার আগৈলঝাড়ার সেরালস্থ নিজ বাসভবনে বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা ডেকে প্রকাশ্যে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র পদে মোবাইল ফেঅন প্রতীকের প্রার্থী এইচ,এম জয়নাল আবেদীনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষনা দেন। তিনি (হাসানাত) উপস্থিত নেতাকর্মীদেরকে হাত উঠিয়ে জয়নালকে ভোট দেওয়ার ওয়াদা করান। যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনে প্রভাব বিস্তরের সামিল। ওই সভার পর জয়নাল আবেদীনের সমর্থকরা আলাউদ্দিনের সমর্থকদের উপর হামলা চালাচ্ছে ও ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছে। ওই সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ হারিছুর রহমান ও হাসানাত পুত্র বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার নিজ বাড়িতে এক সমাবেশে আবুল হাসানাত আবদুল্লাহ মেয়র প্রার্থী জয়নালকে (মোবাইল ফোন প্রতীক) পরিচয় করিয়ে দিয়ে বলছেন আওয়ামীলীগ সভাপতি জয়নাল দীর্ঘদিনের ত্যাগী নেতা, ভাল মানুষ, তার কোন বদনাম নাই। আপনারা যারা কর্মি নেতৃবৃন্দ আছেন তারা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন তাহলে জয়নাল জয় লাভ করবে ইনসাআল্লাহ। আপনারা সেই ওয়াটা আল্লাহরস্তে আমার কাছে করবেন। আমার এই বৃদ্ধ বয়সে আমার ৮০ বছর বয়স হয়েছে আপনারা আমার এই ইচ্ছাটা পুরন করবেন। সভায় উপস্থিত একাধিক আওয়ামীলীগ নেতা জানান, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের প্রস্তুতি সভার অন্তরালে মূলত গৌরনদী পৌরসভা উপনির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র প্রার্থী এইচ,এম, জয়নাল আবেদীনকে সমর্থন দিয়ে ভোট প্রার্থনা করাই ছিল মূল উদ্দেশ্যে। মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন ভূইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য, আমার পরিবার সবাই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত, আওয়ামীলীগের রাজনীতিতে আমার পরিবারের অবদান রয়েছে। আমরা চার মেয়র প্রার্থী সকলেই আওয়ামীলীগের নেতাকর্মি। আমার নেতা আবুল হাসানাত আবদুল্লাহর প্রকাশ্য সভায় জয়নাল আবেদীনকে নগ্নভাবে সমর্থন দেয়ায় সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনকে শুধু বাধাগ্রস্থই হবে না অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন ব্যহত করবে এবং সরকারে ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে।
সভায় উপস্থিত বরিশাল জেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল-১ আসনের সাবেক সাংসদ তালুকদার মোঃ ইউনুসের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা হয়েছে। জয়নালকে সমর্থন দেয়া হাসানাতের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ হারিছুর রহমানে কাছে হাসানাতের সমর্থন দেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ভাই জয়নাল আবেদীনকে পরিচয় করিয়ে দিয়ে বলেছে মেয়র পদে জয়নালকে আমি দাড় করিয়েছি সে আমার সমর্থিত প্রার্থী, আমি সমর্থন ও দোয়া দিয়েছি তোমরা সবাই মিলে তাকে নির্বাচিত করবা। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মেয়র প্রার্থী এইচ,এম, জয়নাল আবেদীন সাংসদ কর্তৃক তাকে দলীয় প্রার্র্থী ঘোষনা করে সমর্থন দেয়ার কথা স্বীকার করে বলেন, ভাই বলেছে জয়নালকে আমি দাড় করিয়েছি সে সহজ সরল মানুষ, তার টাকা পয়সা নাই তোমরা সবাই তাকে মেয়র নির্বাচিত করতে কাজ করবা। এটা আমার শেষ জীবনে অনুরোধ । এ সম্পর্কে জানতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে ফোন দিলে তা ধরেননি। তার (সাংসদের) একান্ত সহকারী মোঃ খায়রুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, সভা চলাকালীন সময়ে আমি সেখানে উপস্থিত ছিলাম না তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বরিশাল জেলা জেষ্ঠ্য অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী বলেন, সাংসদের এ ধরনের বক্তব্য দেয়া ঠিক হয়নি। তাছাড়া সাংসদ এর এ ধরনের বক্তব্য প্রচার-প্রচারনা চালিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে আমরা মেয়র প্রার্থী জয়নাল আবেদীনকে শ্বশরীরে নির্বাচন অফিসে হাজির হয়ে ব্যাখা দেয়ার নোটিশ করেছিলাম। রোববার মেয়র প্রার্থী এইচ.এম জয়নাল আবেদীন বরিশাল জেলা নির্বাচন অফিসে এসে ক্ষমা চেয়ে মুচলেকা দিয়ে গেছে। ভবিষ্যাতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। (বক্তব্যর ভিডিও ও ইসিতে দেয়া অভিযোগপত্র সংরক্ষিত)