গৌরনদী
উপজেলা নির্বাচনের বিরোধ নিয়ে উজিরপুর আওয়ামীলীগে বিভক্ত, পাল্টাপাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদকঃ গত ৫জুন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলো দ্বিধা বিভিক্তি হয়ে পড়েছে। কোন্দলে জড়িয়ে পড়েছে নেতাকর্মিরা। বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার পৃথক পৃথক আয়োজনের মধ্য দিয়ে উজিরপুর আওয়ামীলীগ দিবসটি পালন করেছে।
স্থাণীয় লোকজন, দলীয় নেতাকর্মি ও পুলিশ জানান, বিগত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার ওরফে বাচ্চু ও সহসভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ইকবালসহ আওয়ামীলীগের চার নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করেন। নির্বাচনে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম, জামাল হোসেন ও সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী হাফিজুর রহমান ওরফে ইকবালকে সমর্থন দেন। পাশাপাশি উজিরপুর আওয়ামীলীগের উপদেষ্টা আঃ হাকিম সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ খবির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ হেমায়েত হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পৌর কাউন্সিলর অসীম ঘরামী দলের বড় একটি অংশ আঃ মজিদ সিকদার ওরফে বাচ্চুর নির্বাচন করেন। নির্বাচনে আড়াই হাজার ভোটে মজিদ সিকদার পরাজিত হন। সেই থেকে দলটি দ্বিধাবিভক্ত হয়ে হয়ে পড়ে। নির্বাচনোত্তর হামলা পাল্টা হামলার ঘটণা ঘটে। বর্তমানে দলের মধ্যে চরম বিরোধ প্রকাশ্য রুপ নিয়েছে।
নেতাকর্মিরা জানান, আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে পৃথক পৃথক আওয়াজন করা হয়। উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল হোসেন সাধারন সম্পাদক গিয়াপস উদ্দিনের নেতৃত্বে একাংশের উদ্যোগে রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য এসএম জামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ সভাপতি হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম শিপন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোর্শেদা পারভীন প্রমূখ। আলোচনা শেষে আনন্দ র্যালী বের করা হয়।
একই দিন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদারের নেতৃত্বে দলীয় কার্যালয়ের নিকটবর্তি সিকদার ভবন চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আলোচনা অনুষ্ঠিত হয়। আঃ মজিদ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের আওয়ামীলীগের উপদেষ্টা আঃ হাকিম সেরনিয়াবাত, সহসভাপতি অশোক কুমার হালদার, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ খবির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ হেমায়েত হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পৌর কাউন্সিলর অসীম ঘরামী প্রমূখ।
দলের মধ্যে বিরোধ ও পৃথক কর্মসূচী পালন প্রসঙ্গে জানতে চাইলে দরের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী বলেন, আমরা বরাবরের ন্যায় প্রতিষ্ঠাবার্ষিক পালন করেছি সেখানে সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন। আমি কোন বিরোধ দেখি না। পৃথক কেউ কর্মসূচী পালন করেছে কিনা তা আমার জানা নাই। একই সম্পর্কে জানতে চাইলে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার ওরফে বাচ্চু বলেন, বিগত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের আদর্শচ্যুত ও দল থেকে বহিস্কৃত নেতা হাফিজুর রহমানকে উজিরপুর আওয়ামীলীগের সভাপতি এস,এম, জামাল হোসেন ও সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী সমর্থন দিয়ে দলের সাধারন নেতাকর্মিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সভাপতি জামাল ও সাধারন সম্পাদক গিয়াস। সাধারন নেতাকর্মিদের জামাল ও গিয়াসের নেতৃত্বের উপর আস্থা নেই, তাই সভাপতি সম্পাদককে বর্জন করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।