বরিশাল
উজিরপুরে পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম, এলাকাবাসির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও উজিরপুর পৌর যুবলীগের সহসভাপতি মোঃ নাসির উদ্দিন সিকদারকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইচলাদী বাসষ্টান্ড এলাকায় সন্ত্রাসী বাদল হাওলাদার (৪৫) কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত কাউন্সিলর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হামলার প্রতিবাদে এলাকাবাসি বিক্ষোভ মিছিল করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উজিরপুর পৌর সভার একটি ঠিকাদারি কাজ নিয়ে উজিরপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন সিকদারের সাথে একই ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ বাদল হাওলাদারের (৪৫) পৌর সভঅর একটি কাজ নিয়ে বিরোধ তৈরী হয়। বিরোধের জের ধরে শুক্রবার রাতে ইচলাদী বাসষ্টান্ডে বাদল হাওলাদার হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। বাজারের ব্যবসায়ী ও স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন সিকদার অভিযোগ করে বলেন, স্থানীয় এক ঠিকাদারের লাইসেন্সে টেন্ডার দিয়ে আমি পৌরসভার একটি কাজ পাই। ওই কাজ নেওয়ার জন্য স্থানীয় সন্ত্রাসী বাদল হাওলাদার (৪৫) আমার উপর চাপ সৃষ্টি করে। আমি কাজ দিতে অস্বীকার করলে সে আমার উপর ক্ষিপ্ত হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আমি ইচলাদী বাসষ্টান্ড রবিনের চায়ের দোকানের সামনে দাড়িয়ে চা পান করছিলাম। এ সময় কাজ না দেয়ার জের ধরে বাদল হাওলাদার রবিনের চায়ের দোকানে থাকা সিরামিকের একটি মগ ভেঙ্গে তা দিয়ে আমাকে এলোপাতারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমাকে হত্যার উদ্দেশ্যে বাদল ভাঙ্গা ধারাল মগ দিয়ে পরিকল্পিতভাবে মাথায় আঘাত করেছে। কাউন্সিলরের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাত ১১টার দিকে হামলার প্রতিবাদে এলাকাবাসি হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল বের করে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে বাদল হাওলাদারকে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসিতদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, ঠিকাদারি কাজের বিরোধ নিয়ে জনৈক বাদল হাওলাদার পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিনকে শুক্রবার গভীর রাতে ভাঙ্গা মগ দিয়ে কুপিয়ে জখম করেছে । এখনো লিখিত কোন অভিযোগ হাতে পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।