গৌরনদী
গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে এক মেয়র প্রার্থীর বিরুদ্ধে তিন মেয়র প্রার্থীর অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন আগামি ২৬ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সুষ্ঠ ভোট নিয়ে প্রার্থীদের শঙ্কা ততই বাড়ছে। মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভূইয়া বৃহস্পতিবার সকালে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে সুষ্ঠ-শান্তপূর্ন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেড পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্য নিয়োগের আবেদন করেছেন। বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যর সমর্থন পুষ্ঠ মেয়র প্রার্থী জয়নাল আবেদীনের বিরুদ্ধে এ নির্বাচনের তিন মেয়র প্রার্থী একই অভিযোগ করেছেন।
স্থানীয় ও নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী পৌর সভার মেয়র মোঃ হারিছুর রহমান গৌরনদী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হতে গত ২৮ এপ্রিল মেয়র পদ থেকে করেন। বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী গৌরনদী পৌর সভার উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন। মেয়র পদে উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের চার জন প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীন (মোবাইল ফোন) , উপজেলা আওয়ামীলীগের নেতা ও সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ আলাউদ্দিন ভূইয়া (নারিকেল গাছ), গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কেন্দ্রেীয় যুবদলের সদস্য মোঃ মফিজুর রহমান মিলন (জগ) ও সরকারি গৌরনদী কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস, আওয়ামীলীগ নেতা সিকদার সফিকুর রহমান রেজাউল (চামচ)।
লিখিত অভিযোগে মোঃ আলাউদ্দিন ভূইয়া বলেন, আমার প্রতিদ্বন্ধী প্রার্থী গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল ফোন প্রতীকের প্রার্থীএইচ, এম, জয়নাল আবেদীন ও তার সমর্থকরা আমার ভোটার ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এবং ভোটের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। ভোটের দিন ২৬ জুন গৌরনদী পৌর সভার উপ-নির্বাচনের ১৪টি ভোট কেন্দ্রে সন্ত্রাসীদের নিয়ে কেন্দ্রে দখল করে নেওয়ার ঘোষনা দিচ্ছে। ভোটারদের নিরাপত্তা, সুষ্ঠ, শান্তিপূর্ন ও অংশগ্রহনমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেড, অধিক সংখ্যক আইন মৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ও সিসি ক্যামেরা স্থাপনের জন্য জোর আবেদন জানাচ্ছি। বরিশাল জেলা ও বিভাগীয় উর্ধতন প্রশাসনিক কর্মকর্তাদেরকে অনুলিপি দেয়া হয়। আরো দুই মেয়র প্রার্থী একই অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্ধী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম. জয়নাল আবেদীন দলীয় পদের প্রভাব বিস্তার করে আমাদের সমর্থক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দিচ্ছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এইচ, এম, জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বা আমার কোন সমর্থক কোন প্রার্থী কিংবা তাদের ভোটার সমর্থকদের হুমকি দিচ্ছি এ ঘটনা আদৌ সত্য নয়। অন্য মেয়র প্রার্থীরা নিজেরাই আতংকিত হয়ে মিথ্যা অভিযোগ করেছে। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী বলেন, ভোটের দিন ভোট কেন্দ্রে কিংবা ভোট কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে কোন ক্ষমতাবান ব্যক্তির প্রভাব বিস্তারের কোন সুযোগ নাই। অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের স্বার্থে যা যা করা দরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।