বরিশাল
উজিরপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপর ইউপি সদস্যর হামলার অভিযোগে
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কৃষকদের মাঝে প্রণোদনা দেয়ার নাম অন্তর্ভুক্ত করতে ইউপি সদস্যর চাহিদা পুরন করতে না পারায় বুধবার রাতে বামরাইল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন উজিরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিনের উপর হামলা চালিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বাদি হয়ে বৃহস্পতিবার উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
উজিরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বামরাইল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন জানান, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কৃষকদের মাঝে প্রণোদনা দেয়ার নামের তালিকা অন্তর্ভুক্ত করনের কাজ চলছে। বামরাইল ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বেশ কয়েকটি নাম দেয়ার জন্য সুপারিশ করেছে। সেই নামগুলোকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তিতে পুনরায় একাধিক নাম অন্তর্ভুক্ত করার জন্য চাপ দেয়। তার কথামত নাম তালিকাভূক্ত না করায় ইউপি সদস্য ক্ষিপ্ত হন।
তিনি (উজিরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন) অভিযোগ করে বলেন, কৃষকদের মাঝে প্রণোদনা দেয়ার তালিকায় ইউপি সদস্য জাকির হোসেনের দ্বিতীয় দফায় দেয়া অতিরিক্ত নাম অন্তর্ভুক্ত না করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। বুধবার রাত ৮টার দিকে বামরাইল ইউনিয়নের ধামসর বাজারে পৌছলে ইউপি সদস্য জাকির হোসেন অতর্কিতভাবে প্রকাশ্যে বাজারের মধ্যে আমার উপর হামলা চালিয়ে আহত করেছে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বিষয়টি আমি লিখিতভাবে আমার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি । অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জাকির হোসেন বলেন, বিষয়টি খুবই তুচ্ছ ঘটণা ছিল যা মিমাংসা করার উদ্যোগে নেওয়া হয়েছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, হামলার ঘটনার পরদিন বৃহস্পতিবার উজিরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বাদি হয়ে ইউপি সদস্য জাকির হোসেনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।