Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুর বাসের মুখোমুখি সংঘর্ষে বরযাত্রী কলেজ ছাত্রী ও বাসচাপায় পথচারী নিহত, আহত-৬

    | ০৮:০৭, জুন ২০ ২০২৪ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে উপজেলার আটিপাড়া নামক স্থানে বুধবার দুপুর তিনটর দিকে দুরপাল্লার কুয়াকাটাগামি যাত্রীবাহী বাসের সঙ্গে বরযাত্রীবাহী নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে বরযাত্রী কলেজ ছাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরো ছয় বরযাত্রী আহত হন।  আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম রসুল জানান, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে বাস গ্রেট বিক্রম পরিবহন নামের (ঢাকা মেট্রো-ব-১১-৭৯৬৭) বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে উপজেলার আটিপাড়া নামক স্থানে বুধবার  দুপর পোনে তিনটায় বিপরীত দিক ঝালকাঠি থেকে গৌরনদীর বাটাজোরের উদ্দেশ্যে ছেড়ে আসা বরযাত্রীবাহী প্রাইভেটকার নোহার (মাইক্রো ঢাকা মেট্র-চ ১৩-৩১০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নোহা বাসটি দুমরে মুচরে গিয়ে ভিতরে কয়েকজন বরযাত্রী আটকা পরে। দুপুর সাড়ে তিনটার দিকে খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌছে প্রাইভেটকারটি কেটে আহত ও বৃষ্টি নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে। নিহত বৃষ্টি ঝালকাঠি জেলার সদর উপজেলার কৃঞ্চকাঠি গ্রামের  আব্দুল জলিলের কন্যা। আহত ছয় জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বরযাত্রী সফিকুল ইসলাম বলেন, ঝালকাঠির ব্রাক মোড় থেকে আমরা বরযাত্রীর কয়েকটি গাড়ি বহর নিয়ে গৌরনদীর বাটাজোরে রওয়ানা হই । আমাদের সামনে বরের গাড়িসহ একাধিক গাড়ি চলে যায় পিছনের গাড়িতে আমরা ৯/১০ জন বরযাত্রী ছিলাম। কুয়াকাটাগামি দুরপাল্লার বাসটি সম্পূর্ন রং সাইডে গিয়ে আমাদের গাড়িটির সঙ্গে সংঘর্ষে হয়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম রসুল বলেন, বরযাত্রীবাহি প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে বৃষ্টি নামে এক কলেজ ছাত্রী ঘটনাস্থলেই নিহত ও আরো ছয় বরযাত্রী গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে উপজেলার নতুন শিকারপুর মুন্সী বাড়ী মসজিদের সামনে মঙ্গলবার রাত ৯টার দিকে দুরপাল্লার যাত্রীবাহী বাস সাকুরা পরিবহনের  ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হন। উজিরপুর মডেল থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ জানান, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মৃত জবেদ বেপারীর ছেলে ইসমাইল বেপারী (৭৫) স্থানীয় বাজার থেকে নিজ বাড়ি  যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে উপজেলার নতুন শিকারপুর মুন্সী বাড়ী মসজিদের সামনে পৌছে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালিগামি বাস সাকুরা পরিবহন মঙ্গলবার রাত ৯টার দিকে পিছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ওপিরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী ইসমাইল বেপারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহমেদ বলেন, সাকুরা পরিবহনের বাসটি পালিয়ে যাওয়ার সময়  পটুয়াখালীর দুমকি থানা পুলিশ চেক পোষ্ট স্থাপন করে বাসের চালক ও বাসটি আটক করেছে। উজিরপুর মডেল থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় উজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    Post Views: ২১১

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top