গৌরনদী
উজিরপুরে তরুণ লেখক, গবেষকদের নিয়ে কর্মশালা ও আড্ডা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক জ্ঞানের পাঠশালা উদ্যোগে “লেখক হয়ে ওঠারগল্প শীর্ষক”কর্মশালা ও আড্ডা বুধবার অনুষ্ঠিত হয়।
ডহরপাড়া সামারিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি লামিয়া রহমান ডালিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তরুণ লেখক গবেষক ও সাংবাদিক ইমাম মেহেদী। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাইসা রহমান উর্মীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আ ন ম লুৎফর রহমান, সহকারী শিক্ষক কাজী আফিফা আখতার, বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠানের উপদেষ্টা খালিদুর রহমান খান, গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক, হোসনে জাহান ইরানি, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও রূপায়ণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম ও প্রমুখ।
এ সময় প্রধান অতিথি উদীয়মান তরুণ লেখক ও সাহিত্যিকদের উদ্দেশ্য করে বলেন, লিখতে হবে মনের আনন্দে, পেশাদার হয়ে নয়, কোন লেখক মনের আনন্দে মন দিয়ে যখন লেখা শুরু করবেন তখনই তার লেখার মাধ্যমে ফুটে উঠবে সাহিত্যকর্ম। একজন সাহিত্যিক ও লেখক অনন্তকাল মানুষের মনের মাঝে বেঁচে থাকে তার লেখনী অথবা সাহিত্য কর্মের মাধ্যমে।