গৌরনদী
উজিরপুরে ফেইসবুকে বিশ্বনবীকে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রোববার উজিরপুর উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে ইউএনওর কাছে স্বারকলিপি প্রদান করা হয়। এতে মুসলমান ছাড়াও সংখ্যা সম্প্রদায়ের লোকজন অংশ নেন।
ঘন্টাব্যাপি মানববন্ধ শেষে প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মজিদ। বক্তব্য রাখেন, মাওলানা মাসুদ হাসান ফিরোজ, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা ডাক্তার শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম খান, শাহাবুদ্দিন সাবু, আনিসুল ইসলাম নয়ন, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নাঈমুর রহমান,মাওলানা ডি এম আলামিন ও মাওলানা আবু হানিফ, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা জুবায়ের, বীর মুক্তিযোদ্ধা আকরাম হাওলাদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম হাওলাদার,মোঃ হাইউয়ুম খান, মাওলানা শামসুল হক, মাওলানা বজলুর রহমান ও হিন্দু ধর্মাবলম্বীর পক্ষে লিটন দাস। বক্তারা ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে কটুক্তিরকারী, প্রধঅন আসামি মহিন রায়কে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানান । আলোচনা শেষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানব বন্ধন কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উজিরপুর – বানারীপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী ভূমি হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর আহমেদ উপস্থিত হয়ে কটুক্তিকারীকে গ্রেপ্তারসহ জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান।
উল্লেখ্য গত ৭ মে উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মিহির রায়ের ছেলে মহিন রায় (২২)সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের তার আইডি থেকে শান্তিপ্রীয় ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে অশ্লীল ও আপত্তিকর পোষ্ট দেন। পরবর্তিতে মেজেঞ্জার গুরুপ খুলে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য গ্রুপের মধ্যে সরবারহ করে। এ ঘটনায় ১০ মে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গেত ১৬ মে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে।