বরিশাল
শ্রেণী কক্ষেই অজ্ঞান হয়ে পরছে ছাত্রীরা
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ার রত্মপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রী রোববার শ্রেনি কক্ষে অজ্ঞান হয়ে পরেছে। গুরুত্বর অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রত্মপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেন জানান, রোববার সকাল ১১টার দিকে দশম শ্রেনীর ছাত্রী লামিয়া আক্তার হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান পরলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত বৃহস্পতিবার নবম ও দশম শ্রেনীর আরো পাঁচজন ছাত্রী একই ভাবে অসুস্থ হয়ে পরেছিল। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অসুস্থ্য ছাত্রীরা বাসায় চিকিৎসা নিচ্ছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তৌকির আহম্মেদ বলেন, অতিরিক্ত গরমের কারনে ছাত্রীদের এই সমস্যা হয়েছে। অসুস্থ্য ছাত্রীদের হাসপাতালে ভর্তি করে অক্সিজেন প্রদানসহ প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, ছাত্রী অসুস্থ্য হওয়ার বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।