গৌরনদী
গৌরনদী উপজেলা নির্বাচনে মনির হোসেনকে সমর্থন দিলেন অপর চেয়ারম্যান প্রার্থী মেরী
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ মার্কার চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়াকে সমর্থন দিয়েছেন আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
শুক্রবার দুপুরে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের মিলনায়তনে কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে মনির হোসেনকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী মোঃ হারিছুর রহমানের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থেকে মনির হোসেন মিয়ার কাপ-পিরিচ মার্কার বিজয় নিশ্চিত করতে উপজেলাবাসীর প্রতি আহবান জানান। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান মেরী বলেন, গৌরনদীর ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মী সহ অনেক মানুষ অত্যাচার নির্যাতনের শিকার। সে এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছে। ওই প্রার্থী এতটাই ভয়ঙ্কর যে তার আপন ভাইয়েরাও দানবের দ্বারা নির্যাতিত। এতোদিন সাধারণ মানুষ তার ভয়ে কথা বলতে পারতোনা। মানুষ এখন ভয়ের রাজ্য থেকে বেরিয়ে এসেছে। তাই মুক্তির সংগ্রামে বিজয়ী হওয়ার লক্ষে মনির হোসেন মিয়াকে সমর্থন দিয়েছি। সমর্থন প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সমাজসেবক আলাউদ্দিন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ভাইস চেয়ারম্যান প্রার্থী জামাল গোমস্তা, শিপ্রা রানী প্রমূখ। উল্লেখ্য আগামী ২৯ মে ভোট হবে এ উপজেলায়।