বরিশাল
আগৈলঝাড়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার সকালে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আব্দুস সাত্তার মোল্লা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারন সম্পাদক শহিদ তালুকদার, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড. কাসেম সরদার, সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।