বরিশাল
গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামে পানিতে ডুবে নাইমা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাইমা গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের সোহেল চোকদারের কন্যা ও কাসেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী । নিহতের চাচা সবুজ চোকদার জানান, শিশু নাইম তার মায়ের সাথে কাসেমাবাদ নানা বাড়িতে থাকত। স্কুলে যাওয়ার পথে মঙ্গলবার নিখোজ হয় নাইমা। অনেক খোঁজাখুঁজির পর ডোবার পাশে তার স্কুল ব্যাগ-স্যান্ডেল দেখতে পেয়ে ডোবা থেকে নাইমার লাশ উদ্ধার করা হয়।