গৌরনদী
মাহিলাড়ায় জাতীয় শোক দিবসের ব্যাপক কর্মসূচী পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গৌরনদী উপজেলায় মাসব্যাপী ব্যাপক কর্মসূচীর অংশহিসেবে শুক্রবার বিকেলে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কোরানখানি, আলোচনা সভা, দোয়া-মিলাদ ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ডিগ্রি কলেজ হলরুমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আফজাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দিপ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহান ইসলাম মনির, সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের ভিপি সুমন মাহমুদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আনোয়ার হোসেন, জালাল উদ্দিন সিকদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সরদার, ইউপি সদস্য শাহাদাত হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাসেল রাঢ়ী, মাহিলাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ গোমস্তা, ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সংগীত প্রমুখ। শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়ন মনি আব্দুর রব সেরনিয়াবাত সহ সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।