বরিশাল
আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ “আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবায় ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে গতকাল রোববার সকালে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা. অর্নব সাহা, নার্স ভানু বিশ্বাস, আভা করাতী, মনিকা হালদার, মমতা মন্ডল, প্রিয়াংকা তালুকদার, বিথীকা হালদার, ইতি বৈরাগী, পূর্নিমা হালদার, রিংকু হালদার, শম্পা ভান্ডারী, ফারহানা আক্তার, আরতী মধু, মাধবী লতা রাজিব, সুন্ধা বৈদ্য, বিভা হালদার, শ্রাবন্তী মন্ডল, অঞ্জনা মন্ডল, সন্ধ্যা বিশ্বাস, তাহমিনা বেগম ও ফার্মাষ্টিট সাইদ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হয়। এসময় হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।