বরিশাল
উপজেলা নির্বাচন আপিলে প্রার্থীতা ফিরে পেলেন আগৈলঝাড়ার যতীন্ত্র নাথ মিস্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ঋণ খেলাপির কারণে বাতিল হওয়া যতীন্দ্র নাথ মিস্ত্রী আপিলে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। খবরের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, শনিবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক ও আপিল কর্মকর্তা মো. শহিদুল ইসলাম যতীন্ত্র নাথ মিস্ত্রীর প্রার্থীতার পক্ষে রায় প্রদান করেন।
এই রায়ের ফলে যতীন্ত্র নাথ মিস্ত্রীর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে আর কোন বাধা রইলো না। এর আগে ৫ মে সকালে প্রার্থীদের উপস্থিতিতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে কাগজপত্র পর্যালোচনা করে ঋণ খেলাপির কারণে যতীন্ত্র নাথ মিস্ত্রীর প্রার্থীতা বাতিল করেছিলেন। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বাকাল ইউপি সাবেক চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী। সূত্র মতে, উপজেলা নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীর সংখ্যা ৬জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫জন। ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৩ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন।