বরিশাল
উজিরপুরের সাতলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কর্তৃপক্ষের বিনা অনুমতি বিদেশ ভ্রমনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার ১ নং সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশ ভ্রমনে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ টিটুর বিশ্বাস বরিশাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন ইউপি সদস্যরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার স্থানীয় সরকার পল্লি উন্নয়ন মন্ত্রনালয়ের অনুমতি ছাড়া ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে অবহিত না করে অবৈধভাবে মালেএশিয়া ভ্রমনে যান। শনিবার সকাল ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানযোগে মালেয়শিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
বরিশাল জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে বলা হয়, উজিরপুর উপজেলার ১ নং সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার গত শনিবার মালেএশিয়া ভ্রমনে যান। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বিধি মোতাবেক কোন জনপ্রতিনিধি বিদেশ সফর কিংবা ভ্রমনে যেতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিসহ ছুটি নিয়ে যেতে হবে। কিন্তু চেয়ারম্যান শাহিন হাওলাদার অনুমতি ছাড়া কাউকে কিছু না জানিয়ে অধৈভাবে মালায়এশিয়া ভ্রমনে গেছেন। এতে সাতলা ইউনিয়নবাসি সেবা থেকে বঞ্চিত হন এবং বিভ্রান্ত ও হয়রানীর শিকার হন। বিষয়টি তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি আবেদন জানান।
চেয়ারম্যান শাহিন হাওলাদারের মালায়এশিয়া ভ্রমন সম্পর্কে সাতলার ইউনিয়ন পরিষদের সচিব মোঃ খোকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান সাহেব মালায়এশিয়া ভ্রমনের জন্য শনিবার সকালে বিমানযোগে ঢাকা বিমানবন্দর ত্যাগ করেছেন। ২/৩ দিনের মধ্যে দেশে ফিরে আসবেন। সাতলা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি প্যানেল চেয়ারম্যান হওয়া সত্বেও আমাকে কোন দায়িত্ব না দিয়ে চেয়ারম্যান ব্যক্তিগত সফরে মালায়শিয়া ভ্রমনে যান। তবে তিনি আমাকে মৌখিকভাবে বলে গেছেন। বিদেশ ভ্রমনে যথাযথ কর্তৃপক্ষ অনুমতি অথবা ছুটি নিয়ে যাওয়ার বিধান থাকলেও চেয়ারম্যান শাহিন হাওলাদার তার কিছুই মানেন নি। অভিযোগ সম্পর্কে জানতে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারকে মুঠোফোন কল করলে তা বন্ধ পাওয়া যায় । ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোন সাড়া মিলেনি। মালয়েশিয়া সফরের বিষয়ে উজিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান বিদেশে গেছেন কি না, তা আমার জানা নেই ।